জসিম উদ্দিন রাজা : দৈনিক অন্যদিগন্ত’র সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদকে হত্যার হুমকি দিয়েছে দুবৃত্তরা
।
গত ১৬ ফেব্রয়ারী রাত ১.২১ সময় সন্ত্রাসী সোহাগ মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে দৈনিক অন্যদিগন্ত’র সম্পাদক রমনা থানায় একটি জিডি দায়ের করেছেন। এই সন্ত্রাসী সোহাগ তার ব্যবহারকৃত ফোন ০১৯৩৮৬৫৪৩৭৫ নাম্বার থেকে হুমকি দেন। এতে মোহাম্মদ মাসুদসহ তার পরিবারের সদস্যদেরকেও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছেন। তিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে সমস্যার সৃষ্টি হচ্ছে মনে করে বলেন, সোহাগ বা তার সহযোগিরা যে কোনো সময় ক্ষতি করতে পারে অথবা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে পারে।