জসিম উদ্দিন রাজা : ভারতের আবারও সাংবাদিক পেটালেন আইনজীবীরা। দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট প্রাঙ্গণে সোমবার এক সাংবাদিককে বেধড়ক পেটান তারা। এর দুই দিন আগে
একই স্থানে গণমাধ্যমকর্মীদের ওপর হাত তোলেন আইনজীবীরা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছেে।
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির আগে সাংবাদিকদের লাঞ্ছিত করেন আইনজীবীরা। বুধবারও ওই ছাত্রনেতার মামলার শুনানির আগে এক সাংবাদিককে পেটালেন তারা। সোমবারের মতো বুধবারও বিক্রম চৌহান নামে এক আইনজীবী হামলার নেতৃত্ব দেন। তা ছাড়া জেএনইউর ছাত্র ও শিক্ষকদের ওপর আইনজীবীরা যে হামলা চালায়, তারও নেতৃত্ব দেন চৌহান।
অভিযোগ উঠেছে, আইনজীবীরা যখন সাংবাদিকের ওপর হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। সোমবারও একই আচরণ করে পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এদিকে পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে আরো বেশি পুলিশ সদস্য পাটিয়ালা হাউজ কোর্টে মোতায়েন করা হয়েছে।
এদিকে আইনজীবীরা এক জানিয়েছেন, তারা কিছু করেননি। কারো গায়ে হাত তোলেননি তারা। তবে আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইনজীরা।
বুধবার কুমারকে মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গত সপ্তাহে গ্রেফতার করা হয় জেএনইউর ছাত্রনেতা কুমারকে। সন্ত্রাসী আফজাল গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও ইভেন্ট করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
এ নিয়ে ভারতের ছাত্ররাজনীতিতে গরম হাওয়া বইছে। ছাত্রনেতা কুমারের মুক্তির দাবিতে এবং গ্রেফতারের প্রতিবাদে প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়।