গেমসে উশু ডিসিপ্লিন সান্দাতে মেয়েদের মাইনাস-৫২ কেজি ওজন শ্রেনীতে ব্রোঞ্জ পদক জিতেন নুর বানু, মাইনাস-৭০ কেজি ওজন শ্রেনীতে ব্রোঞ্জ পদক জিতেন ফরিদা পারভীন । এছাড়া, ছেলেদের উশু ডিসিপ্লিন থাউলুতে ব্রোঞ্জ পদক জিতেন রহমতউল্লা কিশোর, আর সান্দাতে মাইনাস-৬০ কেজি ওজনে ব্রোঞ্জ পদক জিতেন মো. মিলন, সান্দাতে মাইনাস-৭০ কেজি ওজনে ব্রোঞ্জ পদক মো. আনিসুর রহমান।
বাংলাদেশ উশু দলের ফলাফল নিয়ে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম-ম্যানেজার দুলাল হোসেন বলেন, মেয়েদের বেশ ভালো উন্নতি হয়েছে। আমরা তিন মেয়ের মধ্যে মোট দুইজন ব্রোঞ্জ পদক পেয়েছি। আর ছেলেদের বিভাগ থেকে পেয়েছি তিনটি ব্রোঞ্জ। প্রায় আমাদের সবার নিজ নিজ ক্যাটাগরিতে উন্নতি হয়েছে। কেউ কেউ অল্পের জন্য পদক পায়নি। তিনি আরো বলেন, সচ্ছভাবে খেলোয়ার বাছাই করে সবকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারলে আরো ভালো ফলাফল পাওয়া যেত।
বাংলাদেশ উশু দলের কোচের দায়িত্ব পালন করেন, ডি এম রুস্তম ও আনোয়ারুল রাসেল। তারা বলেন, আরো কিছু পদক পাওয়ার আশা থাকলেও সবমিলে যা হয়েছে তাতে আমরা খুশি।