জসিম উদ্দিন রাজা : সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি নির্বাচিত হয়েছেন শাবান মাহমুদ এবং
সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল হায়দার চৌধুরী।
শনিবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
শনিবার সকাল ৯টায় থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।
শাবান মাহমুদ সভাপতি পদে পেয়েছেন ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে- সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী (৭৫৩ ভোট), যুগ্ম সাধারণ পদে শাহানা শিউলি, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান মিয়া (৪৯৭ ভোট), কোষাধ্যক্ষ পদে সেবিকা রাণী (৬০৭ ভোট), প্রচার সম্পাদক পদে আখতার হোসেন (৫৯৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মফিজুর রহমান খান বাবু (৯১২ ভোট), জনকল্যাণ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (১০৪৯ ভোট), দফতর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল (৫১২ ভোট) নির্বাচিত হয়েছেন।