জসিম উদ্দিন রাজা : শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বেস্ট ইকোনোমিক রিপোর্টিং অ্যাওয়ার্ড ও
ইআরএফ নাইট’ শীর্ষক এক অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে ৬ জনকে বেস্ট ইকোনোমিক রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুজ্জামান মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন সাবেক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।
প্রিন্ট মিড়িয়ায় ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরষ্কার পান মনজুর আহমেদ ও ওবায়দুল্লাহ রনি, ভোক্তা অধিকার ও দুর্নীতি ক্যাটাগরিতে ফখরুল ইসলাম, সামষ্টিক অর্থনীতি ক্যাটাগরিতে সোহেল পারভেজ, পুঁজিবাজার ক্যাটাগরিতে সুজন মহাজন এবং ইলেকট্রনিক মিডিয়ায় আলমগীর হোসেন।
এছাড়া অনুষ্ঠানে ইআরএফের প্রকাশনা ‘স্টেট অব ইকোনমির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা।