জসিম উদ্দিন রাজা : খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সাপ্তাহিক আজকের তথ্য'র সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি, চ্যানেল-২৪ ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান
মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৯টি পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি (সম্পাদক) এস এম সাহিদ হোসেন, সহকারী সম্পাদক (ঢাকা) এস এম কামাল হোসেন, সদস্য (সম্পাদক) মো. ফরিদ আহমেদ, ড. মো. জাকির হোসেন, কাজী মোতাহার রহমান বাবু, সদস্য (ঢাকা) মল্লিক সুধাংশু, এনামুল হক ও গৌরাঙ্গ নন্দী।
এছাড়া সভাপতিসহ বাকি ৯ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদের মধ্যে সহ-সভাপতি (স্থানীয়) পদে মোজাম্মেল হক হাওলাদার, সহ-সভাপতি (ঢাকা) পদে মো. আনিসুজ্জামান, যুগ্ম সম্পাদক (ঢাকা) মো. তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক (স্থানীয়) অরুণ ম-ল ও দেবনাথ রণজিত কুমার, সদস্য (স্থানীয়) সোহরাব হোসেন, হাসান আহমেদ মোল্লা ও সৈয়দ আব্দুল মতিন, মো. রাশিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
৯০ ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। দুপুর ২টায় নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম। কমিটির অপর দুই সদস্য ছিলেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।