জসিম উদ্দিন রাজা : কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০১৬-২০১৭ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশন ও দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে
চ্যানেল আইয়ের কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যান্য পদে বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে দৈনিক কুড়িগ্রাম খবরের বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিনের ব্যুরো প্রধান মো. ইউনুছ আলী, দৈনিক নয়াদিগন্তের কুড়িগ্রাম সংবাদদাতা রেজাউল করিম রেজা, যুগ্ম-সম্পাদক পদে একুশে টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ পদে দৈনিক সকালের খবরের কুড়িগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, দফতর সম্পাদক পদে দেশ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মাই টিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি এসএম আশরাফুল হক রুবেল, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক খবরপত্রের কুড়িগ্রাম প্রতিনিধি শাহীন আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বৈশাখী টেলিভিশন, মানবকণ্ঠ ও অবজারভারের কুড়িগ্রাম প্রতিনিধি লাইলী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আজকালের খবরের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর ও কার্যকরী সদস্য পদে দৈনিক কুড়িগ্রাম খবরের নির্বাহী সম্পাদক অলক সরকার, ভোরের কাগজের জেলা প্রতিনিধি এবি সিদ্দিক, দৈনিক ইত্তেফাক ও বাংলা নিউজ টুয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন এবং জিটিভি ও খোলা কাগজের কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৩৭জন সদস্য সকলে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে অপর প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রথম আলো’র কুড়িগ্রাম প্রতিনিধি শফি খান ও বিটিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এনটিভির কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব ও সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছে ডেইলি স্টারের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল ওয়াহেদ এবং বজ্রশক্তি’র কুড়িগ্রাম প্রতিনিধি শাহ্ আলম।