জসিম উদ্দিন রাজা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী (২৭ ফেব্রুয়ারি, ২০১৬) ওরিয়েন্টেশন প্রশিক্ষণ পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর।
সভাপতিত্ব করেনে ঢাকা রিপোর্টাস ইউনিটির যুগ্ন সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করছেন বাংলাদেশ রেলওয়ের সরকারি রেলপথ পরিদর্শক জনাব মো. আক্তারউজ্জামান হায়দার। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) ২৫ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহাকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।