Click for time

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

Bangladesh Journalist Institiute

বই মেলায় ‘গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’


জসিম উদ্দিন রাজা :
বই মেলায় আবুল কালাম আজাদের ‘গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’বইমেলায় এসেছে সাংবাদিক আবুল কালাম আজাদের বই ‘গণমাধ্যম ও
আজকের বাংলাদেশ’। এটিই তাঁর প্রথম প্রকাশিত বই।
বইটির প্রচ্ছদ করেছেন রবীন আহসান। প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, দাম ২০০ টাকা। ৯৬ পৃষ্ঠার এ বইটিতে ২৪টি প্রবন্ধ রয়েছে। বইটিতে লেখক তাঁর মেধা মননের মেলবন্ধন ঘটিয়েছেন। সব মিলিয়ে বইটিতে নতুনত্ব রয়েছে। রয়েছে ঘটনা ও তথ্যের বিশাল সম্মিলন।
বইটি সম্পর্কে সাংবাদিক দীপংকর গৌতম ভূমিকায় লিখেছেন, গণমাধ্যম একটি উপাসনালয়। একজন সাংবাদিক সে উপাসনালয়ের উপাসক। যদি সেই সাংবাদিক কোকিলের মতো ফড়িয়া না হয় বাদুড়ের মতো জার্সিবদল না করে— এক মুখে দুই কাজ না সারে। আযাযিল আদমকে সেজদা করেনি, চাঁদ সওদাগরও মনসাকে পূজা দিতে চায়নি। কিন্তু একজন সাংবাদিক সত্যকে সেজদা করবে— একথা মাথায় রেখেই গণমাধ্যম ও আজকের বাংলাদেশ বইটি একাধিকবার পড়েছি। বইয়ের মধ্যে লেখকের দেশপ্রেম, চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সবই স্পর্শ করেছে তাকে। তার সন্তপ্ত বিবেকে ধাক্কা দেয়া ঘটনাগুলো তিনি দর্শকের মতো দাঁড়িয়ে দেখেননি। এই অব্যবস্থার বিরুদ্ধে কলম ধরেছেন। মাটি ও মানুষের জন্য তার টান স্পষ্ট বোঝা যায়। বইয়ের সবকটি প্রবন্ধে তথ্য ও পরিসংখ্যান সর্বোপরি বিশিষ্টজনের মত গ্রহণের মধ্য দিয়ে নিজেকে দায় থেকে মুক্ত করে নিয়েছেন— এটাই লেখকের মুন্সিয়ানা। এটা লেখকের প্রথম বই হলেও তার লেখা সুন্দর ও পরিমার্জিত। দেশের মানুষ ও তার নিরন্তর সংগ্রামের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এ ধরনের গ্রন্থ রচনার সাহসী উদ্যোগ সাধারণত কেউ নিতে চায় না। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার লেখকের শব্দ চয়নেও অত্যুক্তি নেই। লেখক আবুল কালাম আজাদের বইটি শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান প্রকাশের উদ্যোগ নিয়ে এক সামাজিক দায়িত্ব পালন করেছেন বলে তাকে সাধুবাদ জানাই।বই মেলায় আবুল কালাম আজাদের ‘গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’
আবুল কালাম আজাদ ১৯৭৮ সালের ২৫ ডিসেম্বর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আরাজী গঙ্গারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে এসএসসি পাস করার পর থেকেই সাংবাদিকতার মাধ্যমেই লেখালেখি শুরু। নানা চড়াই-উৎরাই পেরিয়ে উপজেলা থেকে ধাপে ধাপে বর্তমানে রাজধানী ঢাকায় সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার পাশাপাশি জড়িয়েছেন সাংবাদিকতার রাজনীতি এবং শিল্পবিষয়ক লেখালেখিতে। ইতোমধ্যে শিল্পসমালোচক হিসেবেও খ্যাতি পেয়েছেন। দেশের বিভিন্ন দৈনিকের সাহিত্য সাময়িকীতে তাঁর শিল্পবিষয়ক অনেক লেখা প্রকাশ হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন টেলিভিশন এবং রেডিওর টক শো’র আলোচনায় অংশ নেন। আবুল কালাম আজাদ ধারাবাহিকভাবে দৈনিক বাংলাবাজার পত্রিকায় সাব-এডিটর, যায়যায়দিন পত্রিকায় মফস্বল সম্পাদক, সমকালে সিনিয়র সাব-এডিটর এবং বর্তমানে আজকের পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে (ডিএসইসি) ২ বার সাংগঠনিক সম্পাদক এবং ৪ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers