জসিম উদ্দিন রাজা : ফেসবুকে গেমস খেলতে পছন্দ করেন অনেকেই। ফেসবুকে রয়েছে বিভিন্ন রকমের মজাদার সব গেম। কিন্তু দাবা খেলেছেন কোনওদিন ফেসবুকে?
হ্যাঁ, ফেসবুকে দাবাও খেলতে পারেন। পদ্ধতিও খুব সোজা। কীভাবে ফেসবুকে দাবা খেলবেন? জেন নিন পুরো প্রক্রিয়া।
প্রথমে ফেসবুকে যে বন্ধুর সঙ্গে দাবা খেলতে চান, তার মেসেঞ্জার কনভারশেসনে যান। খেলা শুরু করার জন্য সেখানে গিয়ে লিখুন '@fbchess play'। সঙ্গে সঙ্গে সেখানে চ্যাট বক্সে একটি দাবার বোর্ডের ছবি দেখতে পাবেন। তবে এখানে দাবার সব চাল আপনাকে লিখে লিখে দিতে হবে। প্রত্যেকটি চাল আপনাকে একটি করে লেটারের মাধ্যমে দিতে হবে। যেমন ধরুন, পি-তে পন, আর-এ রুক, বি-তে বিশপ, এন-এ নাইট, কিউ-তে কুইন আর কে-তে কিং।
এখানে যেকোনো সাহায্যের জন্য আপনি '@fbchess help' লিখতে পারেন। এছাড়াও রং পরিবর্তনের জন্য '@fbchess play black/white' বা যদি আনডু করতে চান তাহলে '@fbchess undo' লিখতে পারেন।