জসিম উদ্দিন রাজা: রাজনৈতিক বা কোনো অশুভ শক্তির কাছে নিরাপত্তাহীনায় থাকলে সৎ, বস্তুনিষ্ট বা সাহসী সাংবাদিকতা সম্ভব না
। তাই রাষ্ট্রের কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন তিনি।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, ওয়াদুদুর রহমান পান্না প্রমুখ।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিক হিসাবে রাজনৈতিক বিভেদে জড়িত না হওয়াটাই সৎ সাংবাদিকের কর্তব্য। দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কলম ধরার আহবান জানান তিনি।
জাতীয় ইস্যুতে আবার নিরপেক্ষ থাকলে চলবে না। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে সাংবাদিকদের কলম ধরার ধরতে হবে,’ বলেন তিনি।